en

পিরোজপুর জেলার উপজেলা, দর্শনীয় স্থান এবং পিরোজপুরের আরও কিছু তথ্য

পিরোজপুর জেলার আরেক নাম সন্ধ্যা। জেলাটি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত করা হয়। পিরোজপুরের আয়তন ১২৭৭.৮০ বর্গকিলোমিটার। এই জেলা বলেশ্বর নদীর তীরে অবস্থিত। পিরোজপুর বরিশাল বিভাগের একটি প্রশাসনিক জেলা।


উপজেলা সমূহঃ পিরোজপুর জেলায় ৭ টি উপজেলা রয়েছে -
১. পিরোজপুর সদর উপজেলা
২. নাজিরপুর উপজেলা
৩. কাউখালী উপজেলা
৪. জিয়ানগর উপজেলা
৫. ভান্ডারিয়া উপজেলা
৬. মঠবাড়ীয়া উপজেলা
৭. নেছারাবাদ উপজেলা

দর্শনীয় স্থান সমূহঃ পিরোজপুর জেলার বিখ্যাত দর্শনীয় স্থান সমূহের মধ্যে অন্যতম হচ্ছে- 
১. বাংলার ফ্লোটিং মার্কেট হিসাবে খ্যাত কুড়িয়ানার ভাসমান পেয়ারা বাজার 
২. রায়েরকাঠী জমিদার বাড়ি
৩. মঠবাড়িয়ার সাপলেজা কুঠিরবাড়ি
৪. পিরোজপুরের প্রাচীন মসজিদ,
৫. মঠবাড়িয়ার মমিন মসজিদ
৬. শেরে বাংলা পাবলিক লাইব্রেরী
৭. মাঝের চর মঠবাড়ীয়া
৮. পারেড় হাট জমিদার বাড়ী
৯. স্বরুপকাঠীর পেয়ারা বাগান
১০. আটঘর আমড়া বাগান
১১. ভান্ডারিয়া শিশু পার্ক
১২. সারেংকাঠী পিকনিক স্পট
১৩. কবি আহসান হাবিব এর বাড়ী
১৪. ডিসি পার্ক ইত্যাদি।

আরও পড়ুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো