en

মাগুরা জেলার উপজেলা, দর্শনীয় স্থান এবং মাগুরার আরও অন্যান্য তথ্য

বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা মাগুরা। জেলাটি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়। মাগুরা জেলা কুমার ও গড়াই নদীর তীরে অবস্থিত। এই জেলার আয়তন প্রায় ১০৩৯ বর্গকিলোমিটার। বাংলাদেশের স্বনামধন্য ক্রিকেতার সাকিব আল হাসানের বাড়ি মাগুরা জেলায়। মাগুরা খুলনা বিভাগের অন্তর্গত একটি প্রশাসনিক জেলা।


উপজেলা সমূহঃ মাগুরা জেলায় মোট ৪ টি উপজেলা রয়েছে। যথা -
১. শালিখা উপজেলা
২. শ্রীপুর উপজেলা
৩. মাগুরা সদর উপজেলা ও 
৪. মহম্মদপুর উপজেলা

দর্শনীয় স্থান সমূহঃ মাগুরার বিখ্যাত দর্শনীয় স্থান সমুহের মধ্যে রয়েছে- 
১. রাজা সীতারাম রায়ের প্রাসাদ-দুর্গ -এর রাজবাড়ী
২. কবি কাজী কাদের নেওয়াজ এর বাড়ী
৩. বিড়াট রাজার বাড়ী
৪. পীর তোয়াজউদ্দিন -এর মাজার ও দরবার শরীফ,
৫. চন্ডীদাস ও রজকিনীর ঐতিহাসিক ঘাট
৬. সিদ্ধেশ্বরী মঠ ইত্যাদি।

আরও পড়ুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো