en

মৌলভীবাজার জেলার দর্শনীয় স্থান, উপজেলা এবং মৌলভীবাজারের আরও কিছু তথ্য

বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান এবং চা উৎপাদন হয় মৌলভীবাজার জেলাতে। বাংলাদেশের সবচেয়ে বড় হাওর হাকালুকি মৌলভীবাজারে অবস্থিত। জেলাটি মনু নদীর তীরে অবস্থিত। ১৯৮৪ সালে ২৭৯৯ বর্গকিলোমিটার অঞ্চল নিয়ে মৌলভীবাজারকে জেলা হিসেবে ঘোষণা করা হয়। জেলাটি বাংলাদেশের উত্তর - পূর্বাঞ্চলে সিলেট বিভাগে অবস্থিত।


মৌলভীবাজারের উপজেলাসমূহঃ মৌলভীবাজার জেলায় উপজেলা ৭ টি যথা- 
১. বড়লেখা উপজেলা
২. কমলগঞ্জ উপজেলা
৩. কুলাউড়া উপজেলা
৪. মৌলভীবাজার সদর উপজেলা
৫. রাজনগর উপজেলা
৬. শ্রীমঙ্গল ও 
৭. জুড়ী উপজেলা।

দর্শনীয় স্থানসমূহঃ মৌলভীবাজারের চিত্তাকর্ষক পর্যটন স্থানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে- 
১. শাহ মোস্তফা-এর মাজার
২. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান-এর কবর - কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গ্রাম আমবাসা
৩. চা বাগানসমূহ
৪. মাধবকুন্ড জলপ্রপাত - বড়লেখা
৫. হাকালুকি হাওড়
৬. খোজার মসজিদ
৭. গাছপীর আব্রু মিয়ার মাজার - সিরাজনগর
৮. ইউনুছ পাগলার মাজার - সাতগাও
৯. হাইল হাওর - শ্রীমঙ্গল
১০. তমাল তলা - সাতগাও রুস্তুমপুর ইত্যাদি।

আরও পড়ুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো