en

ঝিনাইদহ জেলার উপজেলা, দর্শনীয় স্থান এবং ঝিনাইদহের আরও কিছু তথ্য

ঝিনাইদহ জেলা ১৯৮৪ সালে ঘোষণা করা হয়। এই জেলার আয়তন ২৬০৬ বর্গকিলোমিটার। ঝিনাইদহ জেলাটি নবগঙ্গা নদীর তীরে অবস্থিত। ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এবং ঝিনাইদহ উভয় জেলায় পরেছে। জেলাটি খুলনা বিভাগের অন্তর্গত একটি প্রসিদ্ধ জেলা।


উপজেলাঃ ঝিনাইদহের উপজেলার সংখ্যা ৬ টি। উপজেলাগুলোর নাম হল- 
১. ঝিনাইদহ সদর উপজেলা
২. শৈলকুপা উপজেলা
৩. হরিণাকুন্ডু উপজেলা
৪. কালীগঞ্জ উপজেলা
৫. কোটচাঁদপুর উপজেলা ও 
৬. মহেশপুর উপজেলা।

দর্শনীয় স্থান সমূহঃ ঝিনাইদহের বিখ্যাত দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হল- 
১. নলডাঙ্গা রাজবাড়ি
২. বারবাজারের প্রাচীন মসজিদ
৩. শাহী মসজিদ
৪. বলুদেওয়ানের মাজার
৫. জোড় বাংলা মসজিদ
৬. শৈলকূপা জমিদার বাড়ি ইত্যাদি।

আরও পড়ুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো