en

যশোর জেলার উপজেলা, দর্শনীয় স্থান এবং যশোরের আরও কিছু তথ্য

মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদের তীরে অবস্থিত যশোর জেলা। এর পূর্ব নাম খলিফাতাবাদ। যশোর বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা হিসেবে স্বীকৃতি পায়। ২৬০৬ বর্গকিলোমিটার অঞ্চল নিয়ে ১৭৮১ সালে যশোর প্রশাসনিক জেলা ঘোষণা করা হয়। যশোর বাংলাদেশের অন্যতম জেলা যেখানে বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর অবস্থিত। জেলাটি খুলনা বিভাগের অন্তর্গত একটি প্রশাসনিক অঞ্চল।


উপজেলা সমূহঃ যশোর জেলায় মোট উপজেলা হচ্ছে ৮ টি। যথা - 
১. মণিরামপুর উপজেলা
২. অভয়নগর উপজেলা
৩. বাঘারপাড়া উপজেলা
৪. চৌগাছা উপজেলা
৫. ঝিকরগাছা উপজেলা
৬. কেশবপুর উপজেলা
৭. যশোর সদর উপজেলা ও 
৮. শার্শা উপজেলা

দর্শনীয় স্থানঃ যশোরের বিখ্যাত পর্যটন স্থান সমুহের মধ্যে রয়েছে- 
১. যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরী
২. ফুলের হাট গদখালি
৩. সাগরদাড়ী বাংলা পদ্যের জনক মাইকেল মধুসূদন দত্ত এর বাড়ি
৪. তাপস কুটির (কাস্টমস অফিস)
৫. বেনাপোল স্থল বন্দর
৬. যশোর বিমানবন্দর ও যশোর সেনানিবাস
৭. বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধি
৮. বিনোদিয়া পার্ক
৯. জেস গার্ডেন পার্ক ইত্যাদি।

আরও পড়ুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো