en

হবিগঞ্জ জেলার দর্শনীয় স্থান, উপজেলা এবং হবিগঞ্জ সংক্রান্ত আরও কিছু তথ্য

হবিগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত সিলেট বিভাগের একটি জেলা। হবিগঞ্জ জেলা খোয়াই নদীর তীরে অবস্থিত। জেলাটি ১৯৮৪ সালে গঠিত হয়। হবিগঞ্জ জেলার আয়তন ২৬৩৬ বর্গকিলোমিটার। হবিগঞ্জ জেলা সিলেট বিভাগের অন্তর্গত। এই জেলা ভারতের সাথে সীমান্তবর্তী। 


উপজেলা সমূহঃ হবিগঞ্জ জেলার উপজেলার সংখ্যা ৮ টি যথা- 
১. নবীগঞ্জ উপজেলা
২. বাহুবল উপজেলা
৩. আজমিরীগঞ্জ উপজেলা
৪. বানিয়াচং উপজেলা
৫. লাখাই উপজেলা
৬. চুনারুঘাট উপজেলা
৭. হবিগঞ্জ সদর এবং 
৮. মাধবপুর উপজেলা।

দর্শনীয় স্থানঃ হবিগঞ্জ জেলা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি অঞ্চল। হবিগঞ্জের বিখ্যাত দর্শনীয় স্থানসমূহ হচ্ছে- 
১. কমলারানীর সাগর দীঘি - বানিয়াচং, 
২. সাতছড়ি জাতীয় উদ্যান
৩. বিতঙ্গল আখড়া - বৈষ্ণব ধর্মালম্বীদের তীর্থস্থান
৪. বানিয়াচং রাজবাড়ি - বানিয়াচং
৫. দ্বীল্লির আখড়া - বৈষ্ণব ধর্মালম্বীদের তীর্থস্থান
৬. শ্রীবাড়ি চা বাগান
৭. রেমাকালেঙ্গা বন্যপ্রানী অভয়ারন্য - চুনারুঘাট
৮. তেলিয়াপারা চা বাগান - মাধবপুর
৯. বিবিয়ানা গ্যাস - নবীগঞ্জ
১০. শংকরপাশা শাহী মসজিদ
১১. মহারত্ন জমিদার বাড়ি - বানিয়াচং ইত্যাদি।

আরও পড়ুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো