en

বরগুনা জেলার উপজেলা, দর্শনীয় স্থান ও বরগুনা সংক্রান্ত আরও কিছু তথ্য

বরগুনা জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সমুদ্রের তীরবর্তী একটি জেলা। জেলাটি বরিশাল বিভাগের অন্তর্গত। বরগুনা জেলাটি ১৯৮৪ সালে সমুদ্রের উপকূলবর্তী ১৮৩১ বর্গকিলোমিটার এলাকা নিয়ে গঠিত। বরগুনা বিশখালি ও হরিনঘাটা নদীর তীরে অবস্থিত। এই জেলা বরিশাল বিভাগের একটি প্রশাসনিক জেলা।


উপজেলা সমূহঃ বরগুনা জেলায় ৬ টি উপজেলা রয়েছে। যথা - 
১. আমতলী উপজেলা
২. বরগুনা সদর উপজেলা
৩. বেতাগী উপজেলা
৫. বামনা উপজেলা
৬. পাথরঘাটা উপজেলা ও 
৭. তালতলি উপজেলা

দর্শনীয় স্থান সমূহঃ বরগুনার দর্শনীয় স্থান সমূহের মধ্যে অন্যতম হচ্ছে- 
১. ঐতিহাসিক বিবিচিনি শাহী মসজিদ
২. তালতলীর বৌদ্ধ মন্দির ও বৌদ্ধ একাডেমি
৩. সোনাকাটা / সোনারচর
৪. লালদিয়ার বন ও সমুদ্র সৈকত
৫. হরিণঘাটা ইত্যাদি।

আরও পড়ুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো