en

ঝালকাঠি জেলার উপজেলা, দর্শনীয় স্থান এবং ঝালকাঠির আরও কিছু তথ্য

ঝালকাঠি বরিশাল বিভাগের অন্তর্গত একটি প্রশাসনিক জেলা। ঝালকাঠি জেলা ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়। এই জেলাটির আয়তন ৭০৬.৭৬ বর্গকিলোমিটার। বাংলাদেশের অন্যতম ব্যক্তিত্ব শেরে বাংলা একে ফজলুল হক ঝালকাঠি জেলার সাটুরিয়ায় জন্মগ্রহন করেন। 


উপজেলা সমূহঃ ঝালকাঠি জেলায় তিনটি উপজেলা রয়েছে।
১. ঝালকাঠি সদর উপজেলা
২. কাঠালিয়া উপজেলা
৩. নলছিটি উপজেলা

দর্শনীয় স্থান সমূহঃ ঝালকাঠি জেলায় অনেক প্রাকৃতিক এবং চিত্তাকর্ষক ভ্রমণ স্পট রয়েছে। ঝালকাঠির পর্যটন জায়গাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে- 
১. সুজাবাদ কেল্লা
২. ঘোষাল রাজবাড়ী
৩. পুরাতন পৌরসভা ভবন
৪. মাদাবর মসজিদ
৫. সুরিচোরা জামে মসজিদ
৬. নেছারাবাদ মাদ্রাসা
৭. গাবখান সেতু
৮. কীর্ত‌পিাশা জ‌মিদার বা‌ড়ি
৯. শের-ই বাংলা ফজলুল হক ডিগ্রি কলেজ
১০. বিনয়কাঠি ইত্যাদি।

আরও পড়ুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো