en

চাঁদপুর জেলার উপজেলা, দর্শনীয় স্থান ও জেলা সংক্রান্ত অন্যান্য তথ্য

চাঁদপুর বৃহত্তর কুমিল্লা অঞ্চলে অবস্থিত। ১৯৮৪ সালে চাঁদপুর প্রশাসনিক জেলা হিসেবে কার্যক্রম শুরু করে। জেলাটির জেলার আয়তন ১৬৪৫.৩২ বর্গকিলোমিটার। বাংলাদেশের একমাত্র নদী গবেষণা ইন্সটিটিউট চাদপুরে অবস্থিত। চাঁদপুর জেলা মেঘনা নদীর তীরে অবস্থিত।


চাঁদপুরের উপজেলা সমূহঃ এই জেলায় ৮ টি উপজেলা হাইমচর, কচুয়া, শাহরাস্তি, চাঁদপুর সদর, মতলব, হাজীগঞ্জ, মতলব এবং ফরিদগঞ্জ।

চাঁদপুরের দর্শনীয় স্থানসমূহঃ চাঁদপুর জেলাকে ইলিশ মাছের দেশ বলা হয়। চাঁদপুরের দর্শনীয় স্থান গুলো হল- বড়স্টেশন মোলহেড নদীর মোহনা, চাঁদপুর জেলার ঐতিহ্যের প্রতীক ইলিশ চত্বর, প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ এলাকা, চাঁদপুর চিড়িয়াখানা- সাচার, মত্‍স্য জাদুঘর, সরকারী বোটানিকাল গার্ডেন, সরকারী শিশু পার্ক, হাজীগঞ্জ বড় মসজিদ(৬ষ্ঠ বৃহত্তম) ইত্যাদি।

চাঁদপুর জেলার পর্যটন হোটেল সমূহঃ রদিশ আবাসিক বোডিং, তাজমহল আবাসিক বোডিং- স্ট্যান্ডরোড, গাজী আবাসিক, ভাই ভাই আবাসিক হোটেল, হোটেল সকিনা- নতুনবাজার- চাঁদপুর, হোটেল অতিথি, হোটেল রজনীগন্ধা ইত্যাদি।

আরও পড়ুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো