en

বাগেরহাট জেলার উপজেলা, দর্শনীয় স্থান ও বাগেরহাটের আরও কিছু তথ্য

খান জাহান আলীর স্মৃতি বিজড়িত বাগেরহাট জেলা পূর্বে খলিফাতাবাদ নামে পরিচিত ছিল। বাগেরহাট জেলার দক্ষিনাংশ জুড়ে রয়েছে সুন্দরবন। জেলাটি মধুমতী নদীর তীরে অবস্থিত। জেলাটি ১৯৮৪ সালে গঠিত হয়। দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মংলা বাগেরহাটে অবস্থিত। 


উপজেলা সমূহঃ বাগেরহাট জেলায় মোট ৯ টি উপজেলা রয়েছে যথা -
১. ফকিরহাট উপজেলা
২. বাগেরহাট সদর উপজেলা
৩. মোল্লাহাট উপজেলা
৪. শরণখোলা উপজেলা
৫. রামপাল উপজেলা
৬. মোড়েলগঞ্জ উপজেলা
৭. কচুয়া উপজেলা
৮. মোংলা ও 
৯. চিতলমারী উপজেলা।

বাগেরহাটের দর্শনীয় স্থান সমূহঃ সুন্দরবনের কোল ঘেঁষা বাগেরহাট জেলায় অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে। বাগেরহাটের বিখ্যাত দর্শনীয় স্থানসমুহের মধ্যে আছে- 
১. ষাট গম্বুজ মসজিদ
২. খান জাহান আলী-এর মাজার
৩. সুন্দরবন
৪. মংলা বন্দর
৫. রেজা খোদা মসজিদ
৬. জিন্দা পীর মসজিদ
৭. ঠান্ডা পীর মসজিদ
৮. সিংগাইর মসজিদ
৯. সুন্দরবন রিসোর্ট - বারাকপুর
১০. চন্দ্রমহল - রনজিতপুর ইত্যাদি।

আরও পড়ুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো