en

সুনামগঞ্জ জেলার দর্শনীয় স্থান, উপজেলা এবং সুনামগঞ্জের আরও কিছু তথ্য

সুনামগঞ্জ সুরমা নদীর তীরে অবস্থিত। সুনামগঞ্জ জেলা ১৯৮৪ সালে ঘোষণা করা হয়। জেলাটির আয়তন ৩৭৪৭ বর্গকিলোমিটার। সুনামগঞ্জ জেলা সিলেট বিভাগের অন্তর্গত। এই জেলার পশ্চিম পাশে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলা অবস্থিত। বিখ্যাত সুনেত্র গ্যাস ক্ষেত্র এই দুটি জেলায় অবস্থিত বলে এর নাম সুনেত্র রাখা হয়। 


উপজেলা সমূহঃ সুনামগঞ্জ জেলায় ১১ টি উপজেলা রয়েছে। 
১. সুনামগঞ্জ সদর উপজেলা
২. দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা
৩. বিশ্বম্ভরপুর উপজেলা
৪. ছাতক উপজেলা
৫. জগন্নাথপুর উপজেলা
৬. দোয়ারাবাজার উপজেলা
৭. তাহিরপুর উপজেলা
৮. ধর্মপাশা উপজেলা
৯. জামালগঞ্জ উপজেলা
১০. শাল্লা এবং 
১১. দিরাই উপজেলা।

দর্শনীয় স্থানঃ সুনামগঞ্জ জেলার বিখ্যাত দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম হচ্ছে- 
১. টাঙ্গুয়ার হাওর, 
২. হাছন রাজার বাড়ি, 
৩. সৈয়দপুর গ্রাম, 
৪. নারায়ণতলা মিশন, 
৫. পনাতীর্থ ধাম, 
৬. লাউড়েরগর, 
৭. ডলুরা স্মৃতি সৌধ, 
৮. টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প, 
৯. সুখাইড় জমিদার বাড়ী ইত্যাদি।

আরও পড়ুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো