en

সাতক্ষীরা জেলার উপজেলা, দর্শনীয় স্থান এবং সাতক্ষীরার আরও কিছু তথ্য

সাতক্ষীরা জেলা বাংলাদেশের সর্ব দক্ষিণ পশ্চিমের জেলা। এর দক্ষিণ বাগে রয়েছে পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন এবং পশিমে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা। জেলাটি পাঙ্গাসিয়া নদীর তীরে অবস্থিত। সাতক্ষীরা জেলা ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়। এর আয়তন প্রায় ৩৮১৭ বর্গকিলোমিটার। জেলাটি খুলনা বিভাগের অন্তর্গত একটি প্রশাসনিক জেলা। 


উপজেলা সমূহঃ সাতক্ষীরা জেলায় মোট ৭ টি উপজেলা 
১. আশাশুনি উপজেলা
২. দেবহাটা উপজেলা
৩. কলারোয়া উপজেলা
৪. সাতক্ষীরা সদর উপজেলা
৫. শ্যামনগর উপজেলা
৬. তালা উপজেলা এবং 
৭. কালিগঞ্জ উপজেলা।

দর্শনীয় স্থান সমূহঃ সাতক্ষীরার বিখ্যাত দর্শনীয় স্থানসমুহের মধ্যে অন্যতম হল-
১. বিশ্ব বিখ্যাত ম্যানগ্রোভ বন সুন্দরবন
২. মান্দারবাড়ী সমুদ্র সৈকত - শ্যামনগর
৩. জমিদার বাড়ি ও যশোরেশ্বরী মন্দির - শ্যামনগর
৪. নীলকুঠি - দেবহাটা
৫. লাপসা - সাতক্ষীরা
৬. বৌদ্ধ মঠ - কলারোয়া
৭. তেঁতুলিয়া মসজিদ - তালা
৮. বনলতা বাগান ও মিনি পিকনিক স্পট - কালিগঞ্জ
৯. জমিদার হরিচরনের বাড়ি- শ্যামনগর
১০. ভোমরা স্থল বন্দর - সাতক্ষীরা ইত্যাদি।

আরও পড়ুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো