en

ফেনী জেলার উপজেলা, দর্শনীয় স্থান ও ফেনী সংক্রান্ত উপকারী কিছু তথ্য

ফেনী জেলা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে অবস্থিত। ১৯৮৪ সালে ৯৯০ বর্গকিলোমিটার অঞ্চল নিয়ে ফেনী প্রশাসনিক জেলা ঘোষণা করা হয়। ফেনী জেলা ফেনী নদীর নামানুসারে নামকরন করা হয়েছে। এই জেলার পূর্ব নাম শমসেরনগর। 


উপজেলা সমূহঃ ফেনী জেলার উপজেলার সংখ্যা ৬টি ছাগলনাইয়া উপজেলা, ফেনী সদর, সোনাগাজী উপজেলা, ফুলগাজী উপজেলা, পরশুরাম এবং দাগনভূঞা।

দর্শনীয় স্থান সমূহঃ ফেনী জেলায় অসংখ্য বিখ্যাত এবং জনপ্রিয় দর্শনীয় স্থান রয়েছে। তার মধ্যে অন্যতম হল- চৌধুরী বাড়ি মসজিদ, শমসের গাজী দিঘী, জংলী শাহ মাজার, আবদুল্লাহ শাহ মাজার, বিলোনিয়া স্থল বন্দর, সোনাগাজী মুহুরী সেচ প্রকল্প, পাগলা মিঞাঁর মাজার, শিলুয়ার শীল পাথর এবং বিজয় সিংহ দীঘি।

ফেনী জেলার সুপরিচিত কিছু আবাসিক হোটেলঃ পল্লী বিদ্যুৎ সমিতি রেস্ট হাউজ, ফেনী (বেসরকারী), কোয়ালিটি জুট মিলস রেস্ট হাউজ (বেসরকারী), ইদ্রিছিয়া হোটেল (আবাসিক) (বেসরকারী), মাস্টার হোটেল, অতিথি হোটেল ইত্যাদি।

আরও পড়ুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো