en

মেহেরপুর জেলার উপজেলা, দর্শনীয় স্থান এবং মেহেরপুরের আরও অন্যান্য তথ্য

মহান স্বাধীনতা যুদ্ধের স্মৃতিগাঁথা মেহেরপুর জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত খুলনা বিভাগের একটি প্রশাসনিক জেলা। মেহেরপুর বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা। মেহেরপুর থেকেই বাংলাদেশের অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল। মেহেরপুরের বৈদ্যনাথতলাকে মুজিবনগর বলা হয়। এই জেলার আয়তন প্রায় ৭৫১ বর্গকিলোমিটার। জেলাটি গঠিত হয় ১৯৮৪ সালে। 


উপজেলা সমূহঃ মেহেরপুরে মোট ৩ টি উপজেলা 
১. মুজিবনগর উপজেলা
২. মেহেরপুর সদর উপজেলা ও 
৩. গাংনী উপজেলা।

দর্শনীয় স্থান সমূহঃ মেহেরপুরের দর্শনীয় চিত্তাকর্ষক স্থানগুলোর মধ্যে আছে- 
১. মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও কমপ্লেক্স
২. পৌর ঈদগাহ
৩. মেহেরপুর শহীদ স্মৃতিসৌধ
৪. আমদহ গ্রামের স্থাপত্য নিদর্শন
৫. সিদ্ধেশ্বরী কালী মন্দির
৬. আমঝুপি নীলকুঠি
৭. ভাটপাড়া নীলকুঠি - সাহারবাটি
৮. ভবানন্দপুর মন্দির
৯. ইব্রাহিমপুর পার্ক ইত্যাদি।

আরও পড়ুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো