en

নেত্রকোনা জেলার উপজেলা, দর্শনীয় স্থান এবং নেত্রকোনার আরও অনেক তথ্য

বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় গারো পাহার নেত্রকোণা জেলায় অবস্থিত। ২৭৯৪ বর্গকিলোমিটার এলাকা নিয়ে ১৯৮৪ সালে নেত্রকোণা জেলা ঘোষণা করা হয়। জেলাটি ময়মনসিংহ বিভাগের অন্তর্গত। নেত্রকোণা জেলার উত্তরে ভারতের মেঘালয় প্রদেশ অবস্থিত। বিখ্যাত লেখক হুমায়ূন আহমেদ নেত্রকোণায় জন্মগ্রহন করেছেন। 


উপজেলা সমূহঃ নেত্রকোণা জেলার উপজেলার সংখ্যা ৯ টি যথা- 
১. বারহাট্টা উপজেলা
২. দুর্গাপুর উপজেলা
৩. কেন্দুয়া উপজেলা
৪. আটপাড়া উপজেলা
৫. মদন উপজেলা
৬. খালিয়াজুরী উপজেলা
৭. কলমাকান্দা উপজেলা
৮. মোহনগঞ্জ উপজেলা ও 
৯. নেত্রকোণা সদর উপজেলা।

দর্শনীয় স্থান সমূহঃ নেত্রকোনা বাংলাদেশের সীমান্তবর্তী একটি জেলা। নেত্রকোনার বিখ্যাত দর্শনীয় স্থান সমূহের মধ্যে অন্যতম হচ্ছে- 
১. উপজাতীয় কালচারাল একাডেমী
২. বিজয়পুরের চিনামাটির পাহাড় - দুর্গাপুর উপজেলা
৩. কমলা রাণীর দিঘী
৪. কমরেড মণি সিংহ-এর স্মৃতি বিজড়িত বাড়ি ও স্মৃতিস্তম্ভ
৫. কুমুদীনি স্তম্ভ - দুর্গাপুর উপজেলা
৬. সোমেশ্বরী নদী - দুর্গাপুর উপজেলা
৭. ডিঙ্গাপোতা হাওর - মোহনগঞ্জ উপজেলা
৮. চরহাইজদা হাওর
৯. মগড়া নদী - মদন উপজেলা ইত্যাদি।

আরও পড়ুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো