en

জামালপুর জেলার উপজেলা, দর্শনীয় স্থান এবং জামালপুরের আরও অনেক তথ্য

জামালপুরের পূর্ব নাম সিংহজানি। জেলাটি পুরাতন ব্রহ্মপুত্রের তীরে অবস্থিত। জামালপুর জেলার পশ্চিম দিক দিয়ে যমুনা নদী অবস্থিত। ১৯৭৮ সালের ২৬ ডিসেম্বর জামালপুর গঠন করা হয়। এই জেলাটির আয়তন ২১১৫ বর্গকিলোমিটার। জামালপুর ময়মনসিংহ বিভাগের অন্তর্গত।


উপজেলা সমূহঃ জামালপুরের উপজেলা সাতটি যথা- 
১. জামালপুর সদর উপজেলা
২. মেলান্দহ উপজেলা 
৩. ইসলামপুর উপজেলা
৪. দেওয়ানগঞ্জ উপজেলা
৫. সরিষাবাড়ী উপজেলা
৬. মাদারগঞ্জ উপজেলা ও 
৭. বকশীগঞ্জ উপজেলা।

দর্শনীয় স্থানঃ জামালপুর জেলা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। জামালপুরের দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে- 
১. শাহ জামাল এর মাজার
২. কামালপুর স্থলবন্দর
৩. দয়াময়ী মন্দির
৪. জিল বাংলা চিনিকল
৫. দীঘির পাড়
৬. যমুনা গার্ডেন সিটি
৭. যমুনা ফার্টিলাইজার ফ্যাক্টরি
৮. গারো পাহাড়ে লাউচাপড়া পাহাড়িকা বিনোদন কেন্দ্র
৯. লুইস ভিলেজ এন্ড রিসোর্ট ইত্যাদি।

আরও পড়ুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো