en

বরিশাল বিভাগের সব জেলার বিখ্যাত ও জনপ্রিয় দর্শনীয় স্থান সমূহ

বাংলাদেশের দক্ষিণাচলে অবস্থিত সমুদ্রের উপকূলবর্তী বরিশাল বিভাগ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। বরিশাল বিভাগের প্রত্যেকটা জেলাতেই অসংখ্য দর্শনীয় চিত্তাকর্ষক স্থান রয়েছে। এসব পর্যটন স্থান ভ্রমণ করতে প্রতি বছর হাজার হাজার দেশি এবং নিদেশি পর্যটক ভিড় জমায়। এই প্রবন্ধটিতে বরিশাল বিভাগের প্রত্যেকটা জেলার বিখ্যাত এবং জনপ্রিয় দর্শনীয় স্থান সমূহের নাম উল্লেখ করা হল।

বরগুনা জেলার বিখ্যাত দর্শনীয় স্থান সমূহ

বরগুনার দর্শনীয় স্থান সমূহের মধ্যে অন্যতম হচ্ছে- ঐতিহাসিক বিবিচিনি শাহী মসজিদ, তালতলীর বৌদ্ধ মন্দির ও বৌদ্ধ একাডেমি, সোনাকাটা / সোনারচর, লালদিয়ার বন ও সমুদ্র সৈকত, হরিণঘাটা - পাথরগাঠা উপজেলা ইত্যাদি।

বরিশাল জেলার বিখ্যাত দর্শনীয় স্থান সমূহ

বাংলাদেশের শস্যভাণ্ডার খ্যাত বরিশাল জেলা সমুদ্রের উপকূলবর্তী একটি জেলা। বরিশাল জেলায় অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে। বরিশালের দর্শনীয় স্থান সমূহের মধ্যে অন্যতম হল- এবাদুল্লাহ মসজিদ, অশ্বনীকুমার টাউনহল, দুর্গাসাগর দিঘী, মুকুন্দ দাসের কালিবাড়ী, বিবির পুকুর পাড়, গুটিয়া মসজিদ, মাহিলারা মঠ, সংগ্রাম কেল্লা, শরিফলের দুর্গ, শের-ই-বাংলা জাদুঘর, শংকর মঠ, জমিদার বাড়ি (মাধবপাশা), লন্টা বাবুর দিঘী (লাকুটিয়া), কবি বিজয়গুপ্তর মনসামঙ্গল কাব্যে উল্লেখিত মনসা মন্দির, আদম আলী হাজীর গলি ইত্যাদি।

ভোলা জেলার বিখ্যাত দর্শনীয় স্থান সমূহ

বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ ভোলা জেলা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। ভোলার দর্শনীয় স্থান সমূহের মধ্যে অন্যতম হচ্ছে- বিখ্যাত মনপুরা দ্বীপ, শাহবাজপুর গ্যাস ক্ষেত্র, চর কুকরী মুকরী, শিশু পার্ক, ওয়াচ টাওয়ার - চরফ্যাশন, তারুয়া সমূদ্র সৈকত, উপকূলীয় সবুজ বেষ্টনী, ঢালচর, তুলাতলী ইকোপাক - বোরহানউদ্দিন ইত্যাদি।

আরও পড়ুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো