en

সিলেট বিভাগের সব জেলার বিখ্যাত ও জনপ্রিয় দর্শনীয় স্থানসমূহ

সিলেট বিভাগ বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত। সিলেট বিভাগের প্রত্যেকটা জেলাই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অনেক দর্শনীয় পর্যটন স্থান রয়েছে। সুউচ্চ পাহাড়ের মনোরম ঝর্ণা, হাওর বাওর, চা বাগান এবং নদী নালা ভ্রমণ করার জন্য দেশি এবং বিদেশি পর্যটকরা ভিড় জমায় সিলেট বিভাগের জেলাগুলোতে।

হবিগঞ্জ জেলার বিখ্যাত দর্শনীয় স্থান সমূহ

হবিগঞ্জ বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট বিভাগের অন্তর্গত সীমান্তবর্তী একটি প্রশাসনিক জেলা। হবিগঞ্জ জেলা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি অঞ্চল।

হবিগঞ্জের বিখ্যাত দর্শনীয় স্থানসমূহ হচ্ছে- কমলারানীর সাগর দীঘি - বানিয়াচং, সাতছড়ি জাতীয় উদ্যান, বিতঙ্গল আখড়া - বৈষ্ণব ধর্মালম্বীদের তীর্থস্থান, বানিয়াচং রাজবাড়ি - বানিয়াচং, দ্বীল্লির আখড়া - বৈষ্ণব ধর্মালম্বীদের তীর্থস্থান, শ্রীবাড়ি চা বাগান, রেমাকালেঙ্গা বন্যপ্রানী অভয়ারন্য - চুনারুঘাট, তেলিয়াপারা চা বাগান - মাধবপুর, বিবিয়ানা গ্যাস - নবীগঞ্জ, শংকরপাশা শাহী মসজিদ, মহারত্ন জমিদার বাড়ি - বানিয়াচং ইত্যাদি।

মৌলভীবাজার জেলার বিখ্যাত দর্শনীয় স্থান সমূহ

মৌলভীবাজার জেলা চা উৎপাদনের জন্য বিখ্যাত। মৌলভীবাজার জেলা সিলেট বিভাগের অন্তর্গত একটি প্রশাসনিক জেলা।

মৌলভীবাজারের চিত্তাকর্ষক পর্যটন স্থানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে- শাহ মোস্তফা-এর মাজার, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান-এর কবর - কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গ্রাম আমবাসা, চা বাগানসমূহ, মাধবকুন্ড জলপ্রপাত - বড়লেখা, হাকালুকি হাওড়, খোজার মসজিদ, গাছপীর আব্রু মিয়ার মাজার - সিরাজনগর, ইউনুছ পাগলার মাজার - সাতগাও, হাইল হাওর - শ্রীমঙ্গল, তমাল তলা - সাতগাও রুস্তুমপুর ইত্যাদি।

সুনামগঞ্জ জেলার বিখ্যাত দর্শনীয় স্থানসমূহ

সুনামগঞ্জ জেলা সিলেট বিভাগের অন্তর্গত। সুনামগঞ্জের পশ্চিম পাশে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলা অবস্থিত। বিখ্যাত সুনেত্র গ্যাস ক্ষেত্র এই দুটি জেলায় অবস্থিত বলে এর নাম সুনেত্র রাখা হয়।

তাছাড়া সুনামগঞ্জ জেলার বিখ্যাত দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম হচ্ছে- টাঙ্গুয়ার হাওর, হাছন রাজার বাড়ি, সৈয়দপুর গ্রাম, নারায়ণতলা মিশন, পনাতীর্থ ধাম, লাউড়েরগর, ডলুরা স্মৃতি সৌধ, টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প, সুখাইড় জমিদার বাড়ী ইত্যাদি।

সিলেট জেলার বিখ্যাত দর্শনীয় স্থানসমূহ

সিলেট জেলা সিলেট বিভাগের অন্তর্গত একটি প্রশাসনিক অঞ্চল। প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত এ জেলা দেশের আধ্যাত্মিক রাজধানী হিসেবে খ্যাত। জৈন্তিয়া পাহাড়ের অপরূপ দৃশ্য, জাফলং এর মনোমুগ্ধকর সৌন্দর্য, ভোলাগঞ্জের সারি সারি পাথরের স্তূপ পর্যটকদের টেনে আনে বার বার।

তাছাড়া সিলেটের বিখ্যাত দর্শনীয় স্থানসমুহ হচ্ছে- জাফলং, হাকালুকি হাওড়, তামাবিল, লালাখাল, হযরত শাহজালাল(রাঃ) ও হযরত শাহ পরাণ(রাঃ) এর মাজার শরীফ, হাছন রাজার মিউজিয়াম, মালনী ছড়া চা বাগান, ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর, মনিপুরী রাজবাড়ি, মনিপুরী মিউজিয়াম, সাতছড়ি উদ্যান, পরীকুন্ড ঝর্ণা, হাম হাম জলপ্রপাত, মাধবকুন্ড জলপ্রপাত ইত্যাদি।

আরও পড়ুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো