en

জেনে নিন রাজশাহী বিভাগের সব জেলার জনপ্রিয় দর্শনীয় স্থান সমূহ

রাজশাহী বিভাগ বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত। রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলাতেই অসংখ্য মনোরম ঐতিহাসিক দর্শনীয় স্থান রয়েছে। রাজশাহী বিভাগের দর্শনীয় স্থানসমূহ ভ্রমণ করার জন্য প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক দেশি এবং বিদেশি পর্যটক আসেন। নিচে রাজশাহী বিভাগের সবকটি জেলার বিখ্যাত এবং জনপ্রিয় সব দর্শনীয় স্থান সমুহের তালিকা দেয়া হল।

বগুড়া জেলার বিখ্যাত দর্শনীয় স্থানসমূহ

বগুরা জেলা রাজশাহী বিভাগের অন্তর্গত একটি প্রশাসনিক অঞ্চল। বগুরা জেলা অসংখ্য প্রাগৈতিহাসিক চিত্তাকর্ষক দর্শনীয় স্থানে ভরপুর।

বগুড়ার দর্শনীয় স্থান সমুহের মধ্যে রয়েছে- মহাস্থানগড়, ৪০০ খৃস্টপূর্বাব্দ। গোকুল মেধ, ৭০০ খৃস্টাব্দ। ভাসু বিহার, ৪০০ খৃস্টাব্দ। যোগীর ভবণ, ১৫০০ খৃস্টাব্দ। ‍‍‌বিহার, ৮০০ খৃস্টাব্দ। ভীমের জাঙ্গাল, ১১০০ খৃস্টাব্দ। খেরুয়া মসজিদ, শেরপুর। নবাব বাড়ী (সাবেক নীল কুঠির) ইত্যাদি।

চাঁপাইনবাবগঞ্জ জেলার বিখ্যাত দর্শনীয় স্থান সমূহ

আমের দেশ খ্যাত চাপাইনবাবগঞ্জ জেলা রাজশাহী বিভাগের অন্তর্গত। পূর্বে চাঁপাইনবাবগঞ্জ ভারতের মালদহ জেলার অন্তর্গত। ১৯৪৭ সালের দেশ ভাগের সময় জেলাটি পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়।

চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত দর্শনীয় স্থান সমুহের মধ্যে অন্যতম হল- ছোট সোনা মসজিদ, ছোট সোনা মসজিদ পার্ক, তোহাখানা, শাহ নেয়ামতুল্লাহ এর মাজার, চামচিকা মসজিদ, দারাসবাড়ি মসজিদ, ধানিয়াচক মসজিদ, নাচোল রাজবাড়ী, রহনপুর নওদা বুরুজ, গোয়াইন বাধ ৭ টি, মহানন্দা নদী, টাংঘন পিকনিক পার্ক ইত্যাদি।

জয়পুরহাট জেলার বিখ্যাত দর্শনীয় স্থানসমূহ

জয়পুরহাট বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক জেলা। জয়পুরহাট জেলায় অসংখ্য পর্যটন স্পট রয়েছে যা ভ্রমণ করার জন্য পর্যটকগণ ভিড় জমান।

জয়পুরহাটের বিখ্যাত দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হল- বেল আমলা বার শিবালয় (শিব মন্দির), পাথরঘাটা মাজার- পাঁচবিবি, লকমা রাজবাড়ি, ভীমের পান্টি- মঙ্গলবাড়ি- জয়পুরহাট সদর, শিশু উদ্যান, হিন্দা-কসবা শাহী জামে মসজিদ, আছরাঙ্গা দীঘী, লোখমা জমিদার বাড়ি, দুয়ানী ঘাট ইত্যাদি।

পাবনা জেলার বিখ্যাত দর্শনীয় স্থান সমূহ

ঐতিহাসিক পাবনা জেলা রাজশাহী বিভাগের অন্তর্গত একটি প্রশাসনিক অঞ্চল। পাবনা জেলাতে অনেক ঐতিহাসিক দর্শনীয় স্থান রয়েছে।

পাবনার দর্শনীয় স্থানসমুহের মধ্যে আছে- লালন শাহ্ সেতু (ঈশ্বরদী), হার্ডিঞ্জ ব্রীজ (ঈশ্বরদী), পাবনা মানসিক হাসপাতাল, জোড় বাংলা মন্দির, তাড়াশ ভবন, পাকশী রিসোর্ট, বাংলাদেশ ইক্ষু গবেষণা কেন্দ্র (ঈশ্বরদী), আজিম চৌধুরীর জমিদার বাড়ী (দুলাই), প্রশান্তি ভুবন বিনোদন পার্ক (জালালপুর), রাজা রায় বাহাদুরের বাড়ি (ফরিদপুর্‌) ইত্যাদি।

আরও পড়ুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো