en

খুলনা বিভাগের সকল জেলার জনপ্রিয় ও বিখ্যাত দর্শনীয় স্থান সমূহ

খুলনা বাংলাদেশের একটি বৃহত্তম প্রশাসনিক বিভাগ। এই বিভাগে অবস্থিত পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। খুলনা বিভাগের প্রতিটি জেলাতেই অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে। এই প্রবন্ধটিতে খুলনা বিভাগের প্রত্যেকটা জেলার বিখ্যাত দর্শনীয় স্থান সমুহের নাম উল্লেখ করা হল।

বাগেরহাট জেলার বিখ্যাত দর্শনীয় স্থান সমূহ

বাগেরহাট জেলা খুলনা বিভাগের অন্তর্গত একটি প্রশাসনিক জেলা। সুন্দরবনের কোল ঘেঁষা বাগেরহাট জেলায় অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে।

বাগেরহাটের বিখ্যাত দর্শনীয় স্থানসমুহের মধ্যে আছে- ষাট গম্বুজ মসজিদ, খান জাহান আলী-এর মাজার, সুন্দরবন, মংলা বন্দর, রেজা খোদা মসজিদ, জিন্দা পীর মসজিদ, ঠান্ডা পীর মসজিদ, সিংগাইর মসজিদ, সুন্দরবন রিসোর্ট - বারাকপুর, চন্দ্রমহল - রনজিতপুর ইত্যাদি।

চুয়াডাঙ্গা জেলার বিখ্যাত দর্শনীয় স্থান সমূহ

চুয়াডাঙ্গা জেলা খুলনা বিভাগের অন্তর্গত একটি প্রশাসনিক জেলা। চুয়াডাঙ্গা জেলা খুলনা বিভাগের পশ্চিমাংশে অবস্থিত।

চুয়াডাঙ্গার দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে- পুলিশ পার্ক - পুলিশ সুপার-এর কার্যালয় সংলগ্ন - দত্তনগর কৃষি খামার - জীবননগর, শিশু স্বর্গ - ফেরি ঘাট রোড, নাটুদহের আট কবর - মুক্তিযুদ্ধে শহীদ আটজন বীর মুক্তিযোদ্ধার কবর, কেরু সুগার মিলস এন্ড ডিস্টিলারি - দর্শনা, হাজারদুয়ারি স্কুল - দামুড়হুদা, ঠাকুরপুর মসজিদ ইত্যাদি।

যশোর জেলার বিখ্যাত দর্শনীয় স্থান সমূহ

যশোর বাংলাদেশের অন্যতম জেলা যেখানে বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর অবস্থিত। যশোর জেলা খুলনা বিভাগের অন্তর্গত একটি প্রশাসনিক অঞ্চল।

যশোরের বিখ্যাত পর্যটন স্থান সমুহের মধ্যে রয়েছে- যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরী, ফুলের হাট গদখালি, সাগরদাড়ী, বাংলা পদ্যর জনক মাইকেল মধুসূদন দত্ত এর বাড়ি, তাপস কুটির (কাস্টমস অফিস), বেনাপোল স্থল বন্দর, যশোর বিমানবন্দর ও যশোর সেনানিবাস, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধি, বিনোদিয়া পার্ক, জেস গার্ডেন পার্ক ইত্যাদি।

ঝিনাইদহ জেলার বিখ্যাত দর্শনীয় স্থান সমূহ

ঝিনাইদহের বিখ্যাত দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হল- নলডাঙ্গা রাজবাড়ি, বারবাজারের প্রাচীন মসজিদ, শাহী মসজিদ, বলুদেওয়ানের মাজার, জোড় বাংলা মসজিদ, শৈলকূপা জমিদার বাড়ি ইত্যাদি।

আরও পড়ুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো