en

পৃথিবীর জানা অজানা অদ্ভুত কিছু রহস্যময় কথা

১. মানুষের বেঁচে থাকার জন্য প্রতিদিন ৮৮ পাউন্ড অক্সিজেন প্রয়োজন হয়।
২. আমাদের শরীরের উরুর হাড়(ফিমার) কংক্রিটের থেকেও মজবুত।
৩. আমরা প্রতিদিন গড়ে পনেরো বার হাসি।
৪. মানুষের জানা পৃথিবীর প্রাচীনতম রোগ হল কুষ্ঠ।৫. পিকক স্পাইডার হল এক প্রজাতির মাকড়সা, যাদের পুরুষরা নাচ দেখিয়ে প্রেমিকাকে কাছে আকর্ষণ করে।
৬. টাইটান বিটল হল পৃথিবীর বৃহত্তম পতঙ্গ, যার চোয়াল এত শক্ত যে পেনসিল ভেঙে দিতে পারে।
৭. সিংহের গর্জন পাঁচ মাইল দূর থেকেও শুনতে পাওয়া যায়।
৮. পিঁপড়ে কখনও ঘুমায় না, চব্বিশ ঘণ্টার মধ্যে মাত্র ষোল মিনিট বিশ্রাম নেয়।
৯. আমরা ঘুমের মধ্যে পঁচিশ - ছাব্বিশ বার নড়াচড়া করি।
১০. আমাদের হাঁচির গতি ঘন্টায় ১৬৫ কিমি।
১১. আমরা মোট ঘুমের মধ্যে সাতটি স্বপ্ন দেখি।
১২. আমরা বছরে দশ লক্ষ বার চোখের পাতা ফেলি।

আরও পড়ুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো