en

১৯৬২ সালের শিক্ষা আন্দোলন কোন প্রেক্ষাপটে সংঘটিত হয়েছিল?

উত্তর(১):- তৎকালীন শিক্ষা সচিব ড. এস এম শরিফ এবং তার নামানুসারে এই রিপোর্টটি শরিফ কমিশন রিপোর্ট নামে পরিচিত। কমিশন ২৬ আগস্ট ১৯৫৯ সালে রিপোর্ট প্রকাশ করেছিলেন। শরিফ কমিশনের কয়েকটি সুপারিশ যেমন-

১. ডিগ্রী কোর্স দুই বছর থেকে তিন বছর করা
২. কলেজ পর্যায়ে বছর শেষে পরীক্ষা এবং তার ফলাফলের ভিত্তিতে পরবর্তী বর্ষে উন্নীত হওয়ার শর্ত
৩. অনার্স ও মাস্টার্সে ভর্তির ক্ষেত্রে পূর্ববর্তী পরীক্ষার ফলাফলের শর্ত
৪. ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা

এগুলোকে ছাত্ররা সাধারণ পরিবারের সন্তানদের জন্য উচ্চ শিক্ষার সুযোগ বন্ধ করার ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে। ১৯৬২ সালে সামরিক শাসনের অবসান হলে শিক্ষা আন্দোলন তীব্রতর হতে থাকে। ১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর ১৪৪ ধারার মাঝে প্রদেশব্যাপী হরতালের আহ্বান করা হয়। হরতালের সমর্থনে মিছিল বের করলে ছাত্রদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে।

আরও জানুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো