en

খেলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলনের সময়কাল এবং উভয়ের মধ্যে সম্পর্ক কি?

উত্তর(১):- প্রথম বিশ্বযুদ্ধে তুরস্কের বিরুদ্ধে ব্রিটেনের যুদ্ধ, ১৯১১ সালে বঙ্গবঙ্গ রদ এবং তুরস্ককে নিজেদের মতো ভাগ বাটোয়ারা করে শাসন করার পরিকল্পনা এই সকল কারনে ভারতীয় মুসলমানরা ক্ষুব্দ ছিল।

১৯১৯ সালে তুরুস্কের খলিফা ওসমানী খিলাফত রক্ষার জন্য বিশ্ব মুসলমানদের কাছে আহ্বান জানান। এই আহবানে সারা দিয়ে উত্তর ভারতে প্রথম এই আন্দোলন শুরু হয় যা পরবর্তীতে সারা ভারতবর্ষে ছড়িয়ে পরে।

তখন মুহনচাঁদ করমচাঁদ গান্ধী অসহযোগ আন্দোলনের ডাক দেন এবং মুসলমানদের সমর্থন লাভের জন্য খেলাফত আন্দোলনে যোগ দেন। যার ফলে ভারতীয় মুসলমানরাও অসহযোগ আন্দোলনের প্রতি সমর্থন দেন।

যা পরবর্তী সময়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনে রুপ নেয়। ১৯২২ সালে তুরুস্ক থেকে রুমানদের বিতাড়িত করে কামাল পাশা ক্ষমতায় আসে এবং ১৯২৪ সালে ওসমানী খেলাফত বিলুপ্ত করে। এর মাধ্যমে খেলাফত আন্দোলন সমাপ্ত হয়। অপরদিকে অসহযোগ আন্দোলন সহিংস রুপ ধারণ করায় আন্দোলন প্রত্যাহার করা হয়।

আরও জানুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো