en

ফরায়েজী আন্দোলন কখন এবং কার নেতৃত্বে সংগঠিত হয়েছিল?

উত্তর(১):- ফরায়েজী শব্দটি এসেছে “ফরজ” শব্দ থেকে যার অর্থ অবশ্য পালনীয় কর্তব্য। এই আন্দোলনের প্রবর্তক ছিলেন হাজী শরীয়তউল্লাহ। পলাশি যুদ্ধ পরবর্তী সময়ে ভারতীয় মুসলমানদের ব্রিটিশদের গোলামী বরণ করে নেয়ার পেছনে তিনি মুসলমানদের নিজ ধর্ম থেকে বিচ্যুত হয়ে যাওয়াকে অন্যতম কারন হিসেবে মনে করতেন।

এই দুর্দশা থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি মুসলমানদের ফরজ পালন করতে উদ্ভুদ্ধ করে শুরু করেন এবং জমিদারদের অত্যাচার এবং নিপিরনের বিরুদ্ধে রুখে দাঁড়ান। তিতুমীর পরবর্তী সময়ে ফরায়েজী আন্দোলনই ছিল ব্রিটিশদের বিরুদ্ধে সবচেয়ে বড় সুসংঘটিত আন্দোলন এবং এই আন্দোলন আনুমানিক ১৮৩০ এর দশক থেকে শুরু হয়ে পাকিস্তান গঠন পর্যন্ত স্থায়ী ছিল যদিও শেষের দিকে এর তীব্রতা কমে যায়।

আরও জানুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো