en

হা ডু ডু খেলার নিয়ম কি জানতে চাই?

উত্তর(১):- হা ডু ডু বা কাবাডি খেলা বাংলাদেশের জাতীয় খেলা। যদিও অনেক বিদেশী খেলার দাপটে হা ডু ডু খেলা বর্তমানে বিলুপ্ত প্রায়। হাডুডু খেলার শুরুতে খেলোয়াড়দের দু’টি দলে ভাগ করে নিতে হয়। প্রতিটি দল তাদের দলনেতা নির্বাচন করে। নেতার অধীনে দুই দলে সমানসংখ্যক খেলোয়াড় থাকে। সাধারণত খেলোয়াড় থাকে ১২ জন। তবে প্রতিবার সাতজনের দল নিয়ে খেলতে হয়। দুই পক্ষের দুই দল মুখোমুখি অর্ধ-বৃত্তাকারে দাঁড়ায়। খেলা শুরু হলে একপক্ষ দম রেখে হাডুডু বা কাবাডি বলতে বলতে ডাক দিতে থাকে এবং মধ্যরেখা পার হয়ে বিপক্ষের কাউকে ছুঁয়ে দম থাকা অবস্থায় দ্রুত পালিয়ে আসতে চেষ্টা করে। যদি কাউকে ছুঁয়ে আসতে পারে তবে সে ‘মরা’ বলে গণ্য হয়।

আবার আক্রমণকারী যদি বিপক্ষ দলের খেলোয়াড়দের হাতে ধরা পড়ে তবে সে-ও মরা বলে গণ্য হয়। একজন মরা খেলোয়াড় আর খেলতে পারে না, তাকে কোটের বাইরে অপেক্ষা করতে হয়। যদি মরা দলের কেউ প্রতিপক্ষের কাউকে ছুঁয়ে আসতে পারে তবে মরা পুনরায় বেঁচে যাবে। আক্রমণে পরাজিত হওয়াকে মরা এবং বিজয়ী হওয়াকে বাঁচা বলে। এই খেলার মজার একটা নিয়ম আছে। সেটা হলো ৮০ কেজি বেশি ওজনের কাউকে এই খেলায় নেয়া হয় না। এই খেলা পরিচালনা ও বিচারকার্য করে থাকেন একজন রেফারি, দু’জন আম্পায়ার, একজন স্কোরার।

আরও জানুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো