en

অপারেশন সার্চলাইট কখন সংগঠিত হয়েছিল?

উত্তর(১):- ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পূর্বে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে ২৫ মার্চ রাতের গণহত্যা। জেনারাল ইয়াহিয়া খানের নির্দেশে টিক্কা খানের নেতৃত্বে নিরস্ত্র সাধারণ বাঙ্গালীদের উপর গণহত্যা চালানো হয়। বিশেষ করে পুরান ঢাকার শাঁখারি বাজার, নয়া বাজার, রায় সাহেব বাজার এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, পিলখানা, রাজারবাগ পুলিশ লাইন এবং বিভিন্ন বস্তিতে অভিযান চালানো হয়।

রেডিও এবং টেলিভিশন চ্যানেলগুলো বন্ধ করে দেয়া হয়। চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা এবং অন্যান্য বড় বড় শহরগুলোতেও অভিযান পরিচালনা করা হয়। মধ্যরাতে শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে পাকিস্তান নিয়ে যাওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৭ জন শিক্ষক ও ২০০ জন শিক্ষার্থীসহ সারা দেশে প্রায় ১৫০০০ মানুষ জীবন দেন।

আরও জানুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো