en

বঙ্গবঙ্গ এবং বঙ্গবঙ্গ রদ আন্দোলন কখন এবং কেন সংঘটিত হয়েছিল?

উত্তর(১):- হিন্দু সঙ্খাগরিষ্ঠ বাংলায় মুসলমানদের অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলা ভাষাভাষী মুসলীম সংখাগরিষ্ঠ অঞ্চলকে (বর্তমান বাংলাদেশ) আলাদা রাজ্য গঠন করার দাবিতে আন্দোলন শুরু হয়।ইতিহাসে এই আন্দোলন বঙ্গভঙ্গ আন্দোলন হিসেবে পরিচিত।অবশেষে ১৯০৬ সালে ব্রিটিশ সরকার বাংলাকে ভাগ করে দেয়।এর ফলে মুসলীম সংখ্যাগরিষ্ঠ বাংলায় হিন্দুরা সংখ্যালগু জাতীতে পরিনত হয় যা তারা মেনে নিতে পারছিল না।

নব্য গঠিত মুসলীম সংখ্যাগরিষ্ঠ বাংলা অঞ্চল এবং অন্যান্য বাঙ্গালী হিন্দুরা বঙ্গভঙ্গ রদ করে বাংলাকে পুনরায় একত্রিত করার দাবিতে আন্দোলন শুরু করে।যদিও এর পেছনে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠাই প্রধান কারন ছিল। বঙ্গভঙ্গ রদের সমর্থনে রবীন্দ্রনাথ ঠাকুর সহ আরো অনেক হিন্দু কবি সাহিত্যিক লেখালেখি শুরু করেন।অবশেষে ব্রিটিশ সরকার ১৯১১ ‍সালে বঙ্গভঙ্গ রদ করে। ফলে মুসলমান সমাজ আবার সংখ্যালগু সম্প্রদায়ে পরিনত হয়।

আরও জানুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো