en

তিতুমীরের আন্দোলন কখন এবং কার নেতৃত্বে সংগঠিত হয়েছিল?

উত্তর(১):- শহীদ তিতুমীর (সৈয়দ মীর নিসার আলী) ১৭৮২ সালে ২৭ জানুয়ারি উত্তর চব্বিশ পরগনায় জন্মগ্রহণ করেন এবং ১৮৩১ সালে ব্রিটিশদের সাথে যুদ্ধরত অবস্থায় তার নির্মিত বাশের কেল্লায় মৃত্যুবরণ করেন। তিনি ব্রিটিশ এবং জমিদারদের বিরুদ্ধে সংগ্রাম এবং নারিকেলবাড়িয়ায় বাশের কেল্লা নির্মাণ করার জন্য বিখ্যাত হয়ে আছেন।

আরও জানুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো