en

১৯৪৭ সালের ভারত ভাগ আইনের ধারা সমূহ কি কি?

উত্তর(১):- ভারত বিভাগ আইনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে-

১. এই আইন “ভারত এবং পাকিস্তান” নামক দুইটা রাষ্ট্রের জন্য প্রযোজ্য।
২. ঘোষণার তারিখ ১৫ আগস্ট ১৯৪৭ খ্রিষ্টাব্দ।
৩. রেডক্লিফ কমিশনের নির্ধারিত সীমানা অনুযায়ী উভয় দেশের সীমারেখা নির্ধারিত।
৪. বাংলা এবং পাঞ্জাবকে তাদের গণতান্ত্রিক সিদ্ধান্তের ভিত্তিতে ভাগ করা হল।
৫. পূর্ব ও পশ্চিম পাঞ্জাব, সিন্ধ অঞ্চল, উত্তর পশ্চিমের সম্মুখভাগের অঞ্চল, আসামের সিলেট বিভাগ, ভাওয়ালপুর, খাইরপুর, বেলুচিস্তান এবং বেলুচিস্তানের আরও ৮টি এলাকা নিয়ে পাকিস্তানের সীমারেখা নির্ধারণ করা হয়েছে।
৬. ১৯৩৫ সালের ভারতীয় সংবিধান অনুযায়ী বাংলা অঞ্চল চিহ্নিত।
৭. বিভক্ত বাংলার দুই অংশ পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা হিসেবে নামকরন করা হয়েছে।
৮. বিশেষায়িত অঞ্চলসমুহকে পাকিস্তান কিংবা ভারত পছন্দ করার স্বাধীনতা দেয়া হয়েছিল।
৯. উভয় রাষ্ট্রের অন্যতম দায়িত্ব হবে নিজেদের জন্য আলাদা সংবিধান প্রণয়ন করা।
১০. নতুন সংবিধান প্রয়নয়ন হওয়ার আগ পর্যন্ত ১৯৩৫ সালের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে।
১১. যেকোনো ধরণের পরিবর্তন গভর্নর জেনারেল কর্তৃক সাক্ষরিত হতে হবে।
১২. ব্রিটিশ সরকার উভয় রাষ্ট্রের উপর কোন প্রকার নিয়ন্ত্রন রাখবে না।
১৩. ১৯৪৮ সালের মার্চ মাস পর্যন্ত গভর্নর জেনারেল সবকিছু নিয়ন্ত্রন করবেন।
১৪. এই আইন প্রণয়নের আগে যে সকল সরকারি করমচারি নিয়োগ পেয়েছিল তা অব্যাহত থাকবে।
১৫. ব্রিটিশ সংবিধান থেকে “ইন্ডিয়ান সম্রাজ্য” কথাটা বাদ দেয়া হয়েছে।
১৬. নতুন গঠিত রাষ্ট্রসমুহ থেকে ব্রিটিশ সরকার সব ধরণের দায় দায়িত্ব ছেড়ে দিচ্ছে।

আরও জানুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো