en

১৯৭০ সালের নির্বাচনের পটভূমি কি ছিল?

উত্তর(১):- ইয়াহিয়া খান ক্ষমতায় আসার পর ১৯৬৯ সালের ২৮ জুলাই একজন বাঙ্গালী বিচারকের নেতৃত্বে নির্বাচন কমিশন গঠন করেন। নভেম্বরের ২৮ তারিখ ইয়হিয়া খান পাকিস্তানের সাধারণ নির্বাচনের জন্য ৫ অক্টোবর ১৯৭০ দিন ধার্য করেন। পাকিস্তানের সংবিধান রচনার জন্যই এই নির্বাচন আয়োজন করে হায়েছিল।

আরও জানুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো