en

আওয়ামী লীগ কখন এবং কোন প্রেক্ষাপটে গঠিত হয়েছিল?

উত্তর(১):- বেঙ্গল প্রাদেশিক মুসলিম লীগের একটি অংশ নিয়ে ১৯৪৯ সালের ২৩ জুন হোসেন শহীদ সোহরাওয়ার্দি এবং আবুল হাশিমের নেতৃত্বে ঢাকায় আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়। পূর্ব পাকিস্তানের জনগন যখন মুসলিম লীগের উপর থেকে আস্থা উঠিয়ে নিচ্ছিল তখন আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়।

প্রতিষ্ঠাকালীন সময় থেকে আওয়ামী লীগ প্রগতিশীল, গঠনমূলক, মধ্যমপন্থি এবং অসাম্প্রদায়িক দল হিসেবে সাধারণ মানুষের কাছে অভাবনীয় জনপ্রিয়তা অর্জন করে। আওয়ামীলীগ প্রতিষ্ঠার মাধ্যমে নিপীড়িত মানুষের মনে অত্যাচারী শাসকগুষ্ঠির বিরুদ্ধে রুখে দাঁড়াবার সাহস জাগে। এই দলটি গঠনের মাধ্যমে পাকিস্তানের রাজনীতি ভিন্ন দিকে মোড় নিতে শুরু করে।

আরও জানুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো