en

পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য কি করতে পারি?

উত্তর(১):- মনোযোগ দিয়ে ও রুটিন অনুযায়ী পড়াশোনা করা।

উত্তর(২):- পরীক্ষায় ভালো ফলাফল করা কঠিন কিছু না। বছরের প্রথম থেকে পড়া শুরু করলে পরীক্ষায় ভাল করার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়। তাছাড়া, পড়ার ক্ষেত্রে কিছু কৌশল অবলম্বন করা উচিত। বর্তমান শিক্ষা ব্যবস্থার আলোকে পড়া গোছাতে হবে। শুধুমাত্র মুখস্ত করে কখনো ভালো ফলাফল করা সম্ভব না। সেজন্য প্রত্যেকটা বিষয় বাস্তবের সাথে মিলিয়ে বোঝে বোঝে অধ্যয়ন করতে হবে। প্রত্যেকটা পাঠের ব্যবহারিক দিক অনুধাবন করতে হবে। পাশাপাশি মডেল পরীক্ষা দেয়া অনেক উপকারে আসে। তাতে করে পরীক্ষায় উত্তর লেখার দক্ষতা অনেকাংশে বেড়ে যাবে। নিয়মিত পত্রিকা পড়া এবং লেখালেখির অভ্যাস গড়ে তুলতে হবে। বিশেষ করে কোন তথ্যের প্রয়োজন হলে ইন্টারনেটের সাহায্য নেয়া যেতে পারে। কেননা ইন্টারনেটে নেই এমন তথ্য খুব কমই আছে। ধন্যবাদ সবাইকে!

আরও জানুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো