en

বাংলাদেশে ব্যবসা করতে গেলে কোন কোন ধরণের সমস্যার সম্মুখীন হতে পারি?

উত্তর(১):- বাংলাদেশে ব্যবসা করতে গেলে আপনার যে যে সমস্যার সম্মুখীন হতে হবে তা হলো
১।জায়গার সমস্যা। ২।টাক্স এর সমস্যা।৩।বিদেশিদের সাথে কথা বলতে ইংরেজি বলার সমস্যা ইত্যাদি।

উত্তর(২):- বাংলাদেশে ব্যবসা করতে গেলে সমস্যার কোন শেষ নেই। এখানে ব্যবসা বান্ধব ভালো কোন পরিবেশ নেই বললেই চলে। ব্যবসার নিবন্ধন পাওয়া থেকে শুরু করে, চাঁদাবাজি, মূলধনের ঘাটতি, সঠিক ব্যাংক ঋণের অভাব, দক্ষ শ্রমশক্তির অভাব সব জায়গাতেই সমস্যা। তবে বাংলাদেশে এত সব সমস্যার মধ্যেও ভালো কিছু আছে। যেমন সহজ শ্রম, অধিক ভোক্তা এবং ক্ষুদ্র দেশ।

আরও জানুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো