en

প্রশ্ন পত্র ফাঁস রোধ করার জন্য কি করা যায় বলে আপনি মনে করেন?

উত্তর(১):- প্রশ্ন ফাঁস বন্ধ করার ক্ষেত্রে আমি মনে করি ডিজিটাল পদ্ধতির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। যেমন পরীক্ষার এক ঘণ্টা আগে সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বশীলের কাছে ইমেইলে প্রশ্ন পাঠিয়ে দিলে সেখান থেকে প্রশ্ন প্রিন্ট করলে রোধ করা সম্ভব। এই পদ্ধতিতে প্রশ্ন বণ্টন করলে এবং ফাঁস হলে দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিকে ধরা যাবে। খুব বেশি লোকের সংশ্লিষ্টতা থাকলে প্রশ্ন ফাঁস ঠেকানো সম্ভব না। সেই জন্য যত কম সংখ্যক লোকের মাধ্যমে সম্ভব প্রশ্ন বণ্টনের ব্যবস্থা করা গেলে প্রশ্ন ফাঁস ঠেকানো সম্ভব বলে আমি মনে করি।

আরও জানুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো