en

ঘরের ভিতর কিভাবে মাছ চাষ করতে পারি?

উত্তর(১):- ঘরের ভেতর মাছ চাষ করা খুবই সহজ এবং লাভজনক উপায়। বিশেষ করে বাংলাদেশের মত একটি জনবহুল দেশের আমিষের চাহিদা পূরণে এই পদ্ধতি খুবই উপকারি। ঘরের ভেতর মাছ চাষ করার দুইটি উপায় রয়েছে। একটি আর এ এস পদ্ধতি। এই পদ্ধতিতে ঘরের ভেতর হাউজে কিংবা ট্যাঙ্কে একই পানি ফিল্টারের মাদ্ধমে পরিশোধন করে বারবার ব্যবহার করার মাদ্ধমে মাছ চাষ করা হয়। এই পদ্ধতিতে মাছের উৎপাদন পুকুরের তুলনায় প্রায় চল্লিশ গুণ।

আরেকটি পদ্ধতি হচ্ছে আকুয়াপনিক্স। এই পদ্ধতিটি মূলত ছাদের উপর করা হয় থাকে। এই পদ্ধতি অনেকটা আর এ এস পদ্ধতির মত তবে এখানে পানি পরিশোধন করার জন্য গাছের শিকর ব্যবহার করা হয়ে থাকে। পানিতে মাছ থাকার ফলে এমুনিয়া নামক এক ধরনের রাসায়নিক পদার্থ তৈরি হয় যা মাছের জন্য ক্ষতিকর কিন্তু এই এমুনিয়াই আবার গাছের বৃদ্ধির জন্য উপকারি। পাথরের মদ্ধে গাছ লাগিয়ে সেই গাছের শিকরের স্পর্শে এনে পানিকে পুনরায় মাছের হাউজে ব্যবহার করা হয়।

আরও জানুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো