en

মাদ্রাসা শিক্ষা বোর্ড দাখিল এবং আলিম পরীক্ষার ফলাফল জানার নিয়ম কি?

উত্তর(১):- মাদ্রাসা শিক্ষা বোর্ড দাখিল এবং আলিম পরীক্ষার রেজাল্ট জানার দুইটা উপায় আছে। একটি হল মোবাইলে ম্যাসেজ করে, আরেকটি হল ইন্টারনেট থেকে।

মোবাইলের মাধ্যমে ফলাফল জানার জন্য Massage অপশনে গিয়ে পরীক্ষার নামের জন্য Dakhil অথবা Alim লিখে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর যেমন MAD লিখে রোল নম্বর ও পাশের সন লিখে Send করুন 16222 নম্বরে। ফিরতি মেসেজে আপনার পরীক্ষার রেজাল্ট পেয়ে যাবেন। যেমন -
Dakhil স্পেস MAD স্পেস 123456 স্পেস 2018 (দাখিল ফলাফল)
Alim স্পেস MAD স্পেস 123456 স্পেস 2018 (আলিম ফলাফল)

শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে মাদ্রাসা শিক্ষা বোর্ড দাখিল এবং আলিম পরীক্ষার ফলাফল জানার জন্য লিঙ্কে ক্লিক দিয়ে পরীক্ষার নাম, পরীক্ষার বছর, বোর্ডের নাম, পরীক্ষার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সাবমিট করতে হবে। সেখানে আপনার মার্কশিট দেখতে পাবেন এবং ডাউনলোড করতে পারবেন।

আরও জানুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো