en

সিপাহি বিদ্রোহ কখন এবং কি কারনে সংগঠিত হয়?

উত্তর(১):- ভারতের মিরাট শহরে শুরু হওয়া ব্রিটিশ ইষ্ট ইন্ডিয়া কোম্পানির সিপাহীদের একটি বিদ্রোহ। শুকরের মাংস এবং গরুর মাংস খাওয়ানোর গুজব ছড়িয়ে পরলে মুসলমান এবং হিন্দু সিপাহীদের মধ্যে ক্ষোভের সঞ্চার করে যা বিদ্রোহে রুপ নেয়। পরবর্তীতে এই বিদ্রোহ সারা ভারতবর্ষে ছড়িয়ে পরে।

বাংলাদেশের বিভিন্ন সেনানিবাসেও এই বিদ্রোহ ছড়িয়ে পরে। কোম্পানি নির্মমভাবে এই বিদ্রোহ দমন করে। বিদ্রোহের দায়ে অভিযুক্ত সিপাহীদের সর্বনিম্ন শাস্তি ছিল মৃত্যুদণ্ড। এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, মহাবিদ্রোহ, ১৮৫৭ সালের বিদ্রোহ এবং ১৮৫৮ সালের গণ-অভ্যুত্থান বলা হয়।

আরও জানুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো