en

পরিবেশ আমাদের উপর কি প্রভাব ফেলে এবং আমরা পরিবেশের উপর কতটুকু নির্ভরশীল?

উত্তর(১):- পরিবেশ আমাদের উপর নানা ভাবে প্রভাব ফেলে থাকে। পরিবেশের অনেক কিছু ব্যবহার করে থাকি। যা না হলে আমরা নানা সমস্যায় পরতে হত। আমরা পরিবেশের উপর ১০০% নির্ভরশীল।

উত্তর(২):- আমরা পরিবেশের উপর নির্ভরশীল। আলো, অক্সিজেন, খাদ্য জালানী পরিবেশ থেকেই পেয়ে থাকি। কিন্তুু তার পরও আমরা পরিবেশ দূষন করি। আমাদের উচিত পরিবেশ দূশন মুক্ত রাখা। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্হানে ফেলা। গাছ লাগানো ইত্যাদি। তাহলে পরিবেশ ভাল থাকবে।

উত্তর(৩):- পরিবেশ আমাদের জীবনে একটি গুরুত্ব পূন বিষয়।এই পরিবেশ যদি ভাল না থাকে তাহলে আমাদের জীবনে বছে থাকার খুব কঠিন হবে।তাই আমাদের সবাই মিলে মিশে পরিবেশ সুন্দর রাখতে হবে

উত্তর(৪):- জীবের চারপাশের সবকিছুই তার পরিবেশ। জীবের বেচে থাকার জন্য পুষ্টি, আলো, পানি, বায়ু ও আবাসস্থল প্রয়োজন। এ সবকিছুর জন্য মানুষ পরিবেশের ওপর নিভরশীল। কিন্তু মানুষ নানাভাবে পরিবেশকে দূষিত করছে। আমরা সুন্দরভাবে বসবাসের জন্য পরিবেশ দূষণ রোধে বেশিবেশি গাছ লাগাতে হবে, সবাইকে সচেতন হতে হবে

উত্তর(৫):- মিলে মিশে পরিবেশ সুন্দর রাখতে হবে

আরও জানুন:-

প্রশ্ন: পরিবেশ পরিবর্তনের কারনগুলো কী কী?

হ্রাস, লবণাক্ততা বৃদ্ধি,... বিস্তারিত

প্রশ্ন: মানুষের মৌলিক অধিকার কয়টি ও কী কী?

খাদ্য, বাসস্থান, পোশাক,... বিস্তারিত

প্রশ্ন: চট্টগ্রাম বিভাগে জেলার সংখ্যা কয়টি ও কী কী?

রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্ধরবান,... বিস্তারিত

প্রশ্ন: গাজীপুর জেলার থানার সংখ্যা কয়টি এবং কি কি?

কালিয়াকৈর, কাপাসিয়া, গাজীপুর... বিস্তারিত

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো