en

আমাদের ব্যক্তিগত, পড়াশুনা এবং অফিশিয়াল কাজের ক্ষেত্রে কম্পিউটারের ভূমিকা কতটুকু?

উত্তর(১):- আমাদের ব্যক্তিগত, পড়াশুনা এবং অফিশিয়াল কাজের ক্ষেত্রে কম্পিউটারের ভূমিকা অপরিসীম। কারণ কম্পিউটার আমাদের কাজের গতি বৃদ্ধি করে। ফলে দ্রুত কাজ করা যায়। এতে কম সময়ে অধিক কাজ সাধিত হয়। ইহা কাজের মান বাড়িয়ে তুলে এবং মেধা বিকাশে সাহায্য করে কম্পিউটার।

উত্তর(২):- ১ ব্যাক্তিগত ক্ষেত্রে ইন্টারনেট ব্রাউসিংয়ের কাজে
২ বিনোদনের জন্য
৩ পিডিএফ ফাইল পড়ার জন্য
৪ প্রগ্রামিং করার জন্য
৫ অফিসিয়াল হিসাব নিকাশের কাজে
৬ ডাটা এনটির কাজে
৭ অাউট সর্সিংয়ের কাজে
৮ অফিসিয়াল ডকুমেন্ট সংরক্ষনে

উত্তর(৩):- বর্তমান বিশ্বে যেকোনো কাজে কম্পিউটারের ভূমিকা অপরিসীম। যেমন - ব্যক্তিগত যেকোনো তথ্যাদি জানা ও প্রয়োজন মেটাতে এটির ব্যবহার হয়। পড়াশুনার ক্ষেত্রে সব শ্রেণির পাঠ্যবইতে এটি সর্ম্পকে ব্যাখ্যা এবং কলেজে ভর্তিতে এর মাধ্যমে আবেদন করা লাগে। অফিসের হিসাব-নিকাশ, যেকোনো তথ্যাদি উধবতনের কাছে পাঠানোর কাজে কম্পিউটার ব্যবহার করা হয়।

উত্তর(৪):- কম্পিউটার ব্যক্তিগত,পড়াশুনা ও অফিশিয়াল কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।যেমন,বর্তমানে উচচ পর্যায়ে যেকোন পড়ালেখার জন্য কম্পিউটার অতি প্রয়োজনীয়। কম্পিউটার ছাড়া পড়াশুনা করা সম্ভব না।তাছাড়া অফিসের প্রতিটি কাজের জন্য কম্পিউটার খুবই গুরুত্বপূর্ণ।কেননা অফিসের প্রতিটা কাজ জমা করে রাখা হয় তাই কম্পিউটার খুব দরকার।

সতরাং বলা যায় কম্পিউটার ছাড়া বর্তমানে কোন কাজ করা যায় না।

আরও জানুন:-

প্রশ্ন: সমাজ ও জাতি গঠনে রাজনীতির ভূমিকা কি?

প্রতিটি মানুষকে প্রভাবিত... বিস্তারিত

প্রশ্ন: মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা

নিয়ে সরাসরি মুক্তিযুদ্ধে... বিস্তারিত

প্রশ্ন: মানুষের মৌলিক অধিকার কয়টি ও কী কী?

খাদ্য, বাসস্থান, পোশাক,... বিস্তারিত

প্রশ্ন: চট্টগ্রাম বিভাগে জেলার সংখ্যা কয়টি ও কী কী?

রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্ধরবান,... বিস্তারিত

প্রশ্ন: গাজীপুর জেলার থানার সংখ্যা কয়টি এবং কি কি?

কালিয়াকৈর, কাপাসিয়া, গাজীপুর... বিস্তারিত

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো