en

মোবাইল ফোন ব্যবহারের সুবিধা ও অসুবিধা গুলো কি?

উত্তর(১):- মোবাইল ফোন ব্যাবহারের অনেক উপকার রয়েছে যেমন: সহজে মানুষের সাথে যোগাযোগ করা যায়, মূহুর্তেই যেকোন সংবাদ বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌছান যায়।। এছাড়া আরো অনেক উপকার রয়েছে।। আর বর্তমানে স্মার্টফোনের উপকারিতা অনেক যেমন আমরা ঘরে বসেই অনেক কিছু দেখতে পারি, যেকোন নিউজ বা ভিডিও দেখতে পারি, অনেক জ্ঞান অর্জন করতে পারি।।যেমন এর উপকার আছে তেমন আছে অপকার,,, এখন অনেক যুবক আছে এমন যারা এই ফোনের মাধ্যমে অপরাধে জড়িয়ে পড়ছে, মুহূর্তেই অনেক খবর পেয়ে যাচ্ছে যার দরূন বিপাকে পড়ছে সাধারণ মানুষ।।।এছাড়া ওরা এমন সব খারাপ ভিডিও দেখতে পারে ঘরে বসেই যা আগে পাড়ত না।।।

উত্তর(২):- মোবাইল ফোন ব্যবহারে সুবিধা হলো- ১.সহজে একে অপরের সাথে যোগাযোগ করা যায়।
২.বিপদআপদ আপনজনকে খবর পৌঁছানো যায়।
৩.জরুরি মূহুর্তে পুলিশ,ফায়ার সার্ভিস সেন্টারে কল করা যায়।
মোবাইল ফোন ব্যবহারে অসুবিধা হলো-
১.স্টুডেন্টের পড়ালেখায় ক্ষতি হয়।
২.অপরাধে সহজে জড়াতে পারে।
৩.মোবাইল নেটওয়ার্ক মানব দেহের জন্য অত্যান্ত ক্ষতি কর।

উত্তর(৩):- সুবিধাসমূহ:
১.মানুষ প্রযুক্তির সাথে তাল মেলাতে পাড়ছে।
২. সকল সমস্যার সমাধান মিলছে।
৩.দ্রুত সংবাদ আদান প্রদান সম্ভব হচ্ছে।
অসুবিধা :
১.বাচ্চা ছেলেমেয়েরা মোবাইল ব্যবহারে আকৃষ্ট হচ্ছে।
২.এর দ্বারা এক ধরনের বিকিরণ হচ্ছে যা মানুষের জন্য ক্ষতিকর।

উত্তর(৪):- সুবিধা : ১ অন্য জনের সাথে যোগাযোগ করা যায়। ২ গান শুনা, ছবিতোলা, এসএমএস পাঠানো যায়। অসুবিধা : ১ এটির মাধ্যমে সহজে অন্যকে ঠকানো যায়। ২ অতিরিক্ত ব্যবহারের ফলে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ে।

আরও জানুন:-

প্রশ্ন: মানুষের মৌলিক অধিকার কয়টি ও কী কী?

খাদ্য, বাসস্থান, পোশাক,... বিস্তারিত

প্রশ্ন: চট্টগ্রাম বিভাগে জেলার সংখ্যা কয়টি ও কী কী?

রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্ধরবান,... বিস্তারিত

প্রশ্ন: গাজীপুর জেলার থানার সংখ্যা কয়টি এবং কি কি?

কালিয়াকৈর, কাপাসিয়া, গাজীপুর... বিস্তারিত

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো