en

মাটি দূষণের ক্ষতিকর প্রভাব

উত্তর(১):- মাটি দূষণের ফলে - জমির উর্বরতা শক্তি কমে যায়, ফলে জমিতে ফসল কম হয়, গাছ-পালা মারা যায় এবং দূষিত মাটিতে উৎ পাদিত ফসল ও শাকসবজি খাওয়ার ফলে শরীরে নানান রকমের রোগ বাসা বাঁধে।

উত্তর(২):- ১) জীব রোগাক্রান্ত হয়।
২) মাটির উর্বরতা হ্রাস পায়।
৩) জীবের বাসস্থান ও প্রকৃতি ধ্বংস হয়।

উত্তর(৩):- ১ পরিবেশ দূষিত হয়
২ ফসল উৎপাদনে ব্যাহত হয়
৩ বিভিন্ন রোগজীবানু ছড়ায়
৪ বিভিন্ন প্রানির বসবাসের জন্য অনুপযোগি হয়

উত্তর(৪):- মাটি দূষনের ফলে আমারা বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।যেমন মাটি দূষনের ফলে ভালোভাবে ফসল উৎপাদন বাধাগ্রস্থ হচ্ছে।যদিও খাদ্য উৎপাদন হচ্ছে,তবুও খাদ্যের পুষ্টিমান ঠিক ভাবে হচ্ছে না।এর ফলে এসব খাবার গ্রহণ করে আমাদের বিভিন্ন ওসুখ দেখা দিচ্ছে।

আরও জানুন:-

প্রশ্ন: মাটি দূষণ রোধে পাঁচটি করণীয়

ফেলা। ২) জমিতে জৈব... বিস্তারিত

প্রশ্ন: মানুষের মৌলিক অধিকার কয়টি ও কী কী?

খাদ্য, বাসস্থান, পোশাক,... বিস্তারিত

প্রশ্ন: চট্টগ্রাম বিভাগে জেলার সংখ্যা কয়টি ও কী কী?

রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্ধরবান,... বিস্তারিত

প্রশ্ন: গাজীপুর জেলার থানার সংখ্যা কয়টি এবং কি কি?

কালিয়াকৈর, কাপাসিয়া, গাজীপুর... বিস্তারিত

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো