en

আপনার এলাকার পরিবেশ দেখতে কেমন সে সম্পর্কে লিখুন

উত্তর(১):- আমার এলাকার পরিবেশ খুবই শান্ত এবং সুন্দর। রাস্তার দুই পাশে সাজানো বাড়ি, কিছুদূর পরে ধানের ক্ষেত আর অজস্র গাছগাছালি। সবদিক খুবই পরিষ্কার পরিচ্ছন্ন কারন আমার এলাকার মানুষ খুবই পরিবেশ সচেতন। ময়লা আবর্জনা ফেলার জন্য রাস্তার পাশেই ডাস্টবিন রাখা হয়েছে। এছাড়াও শিশুদের খেলার জন্য একটা মাঠ আছে আমার এলাকায়। সবমিলিয়ে বলতে গেলে আমার এলাকা খুবই পরিপাটি একটা এলাকা এবং আমার এলাকায় বাস করে আমি অনেক খুশি।

উত্তর(২):- আমার এলাকার পরিবেশ বেশ চমৎকার। এই এলাকাটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই এলাকার মানুষ পরিবেশ নিয়ে বেশ সচেতন। তারা এই পরিবেশেরে উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। যে পরিবেশের মানুষ সচেতন সে পরিবেশ সুন্দর হবে।

উত্তর(৩):- সমাজের প্রধান উপাদান হচ্চে তার আশেপাশের পরিবেশ ।
আমার এলাকার পরিবেশ দেখতে অনেক সুন্দর,চারদিক গাছপালা,মাঠ,আর কয়েকটিমাত্র বাড়ি মিলে আমার পরিবেশ।
সকাল থেকে শূরু করে সন্ধ্যা পর্যন্ত চারদিকে আলো বাতাসপূর্ণ মনোরম একটি পরিবেশ।।

সব মিলিয়ে আমার পরিবেশটি উপভোগ্য....

উত্তর(৪):- আমার এলাকার পরিবেশ অনেক সুন্দর। প্রচুর গাছপালা পাশে চাষের জমি।আর এলাকার পাশ দিয়ে বয়ে গেছে মেঘনা নদী। সব মিলিয়ে অসাধারন।

আরও জানুন:-

প্রশ্ন: পরিবেশ পরিবর্তনের কারনগুলো কী কী?

হ্রাস, লবণাক্ততা বৃদ্ধি,... বিস্তারিত

প্রশ্ন: সময়ের গুরুত্ব সম্পর্কে

সম্পদ সময়.ইংরেজিতে একটা... বিস্তারিত

প্রশ্ন: মানুষের মৌলিক অধিকার কয়টি ও কী কী?

খাদ্য, বাসস্থান, পোশাক,... বিস্তারিত

প্রশ্ন: চট্টগ্রাম বিভাগে জেলার সংখ্যা কয়টি ও কী কী?

রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্ধরবান,... বিস্তারিত

প্রশ্ন: গাজীপুর জেলার থানার সংখ্যা কয়টি এবং কি কি?

কালিয়াকৈর, কাপাসিয়া, গাজীপুর... বিস্তারিত

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো