en

পরিবেশ রক্ষায় আপনার করনীয় কি এবং আপনি কতটুকু সেই দায়িত্ব পালন করছেন?

উত্তর(১):- পরিবেশ রক্ষায় আমাদের প্রথম কাজ হচ্ছে কার্বন কমানো*কার্বন আমাদের জন্য ক্ষতিকর*কার্বন কমানোর জন্য আমার প্রধান কাজ বেশি বেশি গাছ লাগানো*আমাদের আশে পাশে খালি রাস্তার ধারে গাছ লাগাতে হবে*পরিবেশ রক্ষায় আমার কাজ হচ্ছে গাছ লাগানো যা আমি করি থাকি*আমার বাড়ির আশে পাশে গাছ লাগিয়েছি*এতে আমার কিছুটা হলেও দায়িত্ব পালন করে থাকি*তাই সবার উচিত গাছ লাগানো*গাছ লাগান পরিবেশ বাঁচান*

উত্তর(২):- আমরা সবাই পরিবেশে বসবাস করি। তাই পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একটি পরিবেশ রক্ষা করা আমাদের সকলেরই দায়িত্ব ও কর্তব্য। সর্বপ্রথম আমাদের যেই মূল সমস্যা গাছ কাটা সেটা বন্ধ করতে হবে এবং একই সাথে আমাদেরকে বেশি বেশি গাছ লাগাতে হবে। এর ফলে পরিবেশের কিছুটা ভারসম্য বৃ্দ্ধি পাবে। এই সব ছাড়াও আমাদের আরও কিছু কাজ করতে হবে যেমন-মাঝে মধ্যে বিক্ষ রোপণ কর্মসূচী পালন করা, ব্যাক্তিগতভাবে মানুষকে গাছ লাগাতে অনুপ্রানিত করা ইত্যাদি। আমি চাই আমাদের পরিবেশ সুস্থ ও সুন্দর থাকুক। তাই সময় পেলে আমিও মাঝেমধ্যে গাছ লাগাই। সর্বপরি পরিবেশটা ভাল রাখতে আমার যা করার আমি তা করব এবং অন্যকেও এর গুরুত্ব বোঝাতে চেষ্টা করব।

উত্তর(৩):- পরিবেশ রক্ষা করা আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। পরিবেশ যত বেশী দূষন হবে আমাদের অস্তিত্ব তত তাড়াতাড়ি নিমূল হবে। তাই আমাদের পরিবেশ দূষন থেকে রক্ষা করতে হবে।
পরিবেশ রক্ষায় প্রথমে করনী হল বৃক্ষরোপন। জীবকুল অক্সিজেন গ্রহন করে কার্বন ডাই অক্সাইড ত্যাগ। আর গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহন করে অক্সিজেন ত্যাগ করে। যাহ পরিবেশের ভারসাম্য রক্ষা করে চলছে

উত্তর(৪):- পরিবেশ রক্ষায় করনীয় :
১.পরিবেশ যাতে নোংরা না হয় সেদিকে খেয়াল রাখা।
২. পরিবেশে যেখানে সেখানে ময়লা ফেলা উচিত নয়।
৩. ইত্যাদি।

আমি আমার অবস্থান থেকে সবসমই দায়িত্ব পালন করে আসছি।

আরও জানুন:-

প্রশ্ন: পরিবেশ পরিবর্তনের কারনগুলো কী কী?

হ্রাস, লবণাক্ততা বৃদ্ধি,... বিস্তারিত

প্রশ্ন: মানুষের মৌলিক অধিকার কয়টি ও কী কী?

খাদ্য, বাসস্থান, পোশাক,... বিস্তারিত

প্রশ্ন: চট্টগ্রাম বিভাগে জেলার সংখ্যা কয়টি ও কী কী?

রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্ধরবান,... বিস্তারিত

প্রশ্ন: গাজীপুর জেলার থানার সংখ্যা কয়টি এবং কি কি?

কালিয়াকৈর, কাপাসিয়া, গাজীপুর... বিস্তারিত

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো