en

পরিবেশের ওপর অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির প্রভাব

উত্তর(১):- ১) অধিক পরিমাণে বাড়ি নির্মাণের জন্য মানুষ গাছ কাটার ফলে বনভূমি ধ্বংস হচ্ছে।
২) অধিক খাদ্য উৎপাদনের জন্য জমিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে পরিবেশ দূষিত হচ্ছে।

উত্তর(২):- ১ পরিবেশ দুষিত হচ্ছে
২ পরিবেশের ভারসম্য নষ্ট হয়
৩ পানি দূষিত হয়
৪ পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমান বেড়ে যায়

উত্তর(৩):- অতিরিক্ত জনসংখ্যার ফলে পরিবেশ নানান ভাবে দূষিত হচ্ছে। বন উজারকরণ করা হচ্ছে যা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর।

উত্তর(৪):- জনসংখ্যা বৃদ্ধি একটি দেশের তথা কোন পরিবেশে অবস্থানরত উক্ত জনগণের মৌলিক চাহিদা মেটানোর ক্ষমতাকে সংকোচিত করে, ফলে সেই কুফল দিনে দিনে পরিবেশ তথা মানুষকে গভীরভাবে প্রভাবিত করে এবং সমাজের অসহায়ত্ব বাড়ায়।

আরও জানুন:-

প্রশ্ন: মানুষের মৌলিক অধিকার কয়টি ও কী কী?

খাদ্য, বাসস্থান, পোশাক,... বিস্তারিত

প্রশ্ন: চট্টগ্রাম বিভাগে জেলার সংখ্যা কয়টি ও কী কী?

রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্ধরবান,... বিস্তারিত

প্রশ্ন: গাজীপুর জেলার থানার সংখ্যা কয়টি এবং কি কি?

কালিয়াকৈর, কাপাসিয়া, গাজীপুর... বিস্তারিত

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো