en

বাংলাদেশে কত রকম খেলা আছে?

উত্তর(১):- বাংলাদেশে খেলার কোন অভাব নেই। কত রকমের খেলা আছে তা সঠিকভাবে নির্ণয় করা দুরূহ কাজ। তবে বাংলাদেশে বহুল প্রচলিত খেলা সমূহের মধ্যে অন্যতম হচ্ছে - ফুটবল, ক্রিকেত, কাবাডি, নৌকা বাইচ, গোল্লাছোট, বউচি, ব্যাডমিন্টন, ওপেন টু বাইস্কোপ, কড়ি খেলা, পাচ গুঁটি, কানামাছি, লাঠি খেলা, কুতকুত, ষাঁড়ের লড়াই, বলিখেলা, টুপাভাতি, ডাংগুলি, দারিয়াবান্দা, নুন্তা খেলা, পুতুল খেলা, ফুল টুকা, বাঘ ছাগল খেলা, মার্বেল খেলা, মুরগ লড়াই, লাটিম খেলা, লুডু, ষোল গুঁটি, এক্কাদুক্কা, ঘুড়ি উড়ানো, রুমাল চুরি ইত্যাদি।

আরও জানুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো