en

অল্প পুঁজিতে করা যায় এমন কয়েকটি যুগোপযোগী লাভজনক ব্যবসা কি কি?

উত্তর(১):- অল্প পূজিতে এবং লাভজনক ব্যবসার করার ক্ষেত্রে আপনার পছন্দের ক্ষেত্র গুরুত্বপূর্ণ বিষয়। কেননা শুধুমাত্র ঝুঁকি কম হলেই সফল হওয়া যায় না। কোন পেশায় সফল হওয়ার জন্য অবশই আপনার আগ্রহ গুরুত্বপূর্ণ। আমার পছন্দ অনুযায়ী সময় উপযোগী কিছু আইডিয়া শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে।

আমার একটা পছন্দের আইডিয়া হচ্ছে গরম এবং ঠাণ্ডা পানীয়ের দোকান। গরমের সময় বিভিন্ন রকম জুস, শরবত এবং ঠাণ্ডা পানীয় আর শীতের সময় চা, কফি সহ অন্যান্য গরম খাবার বিক্রি করা যেতে পারে। এক্ষেত্রে খুব বেশি টাকা পুজি দরকার হবেনা। দোকানে অথবা জনবহুল জায়গায় রাস্তার পাশে এই ধরণের ব্যবসা করা যায়।

তাছাড়া, ফ্লেক্সি এবং বিকাশের ব্যবসা, বিভিন্ন সময়ের খন্দকালিন ব্যবসা করা যায়। যদি কোন কাজে ভালো অভিজ্ঞতা থাকে তাহলে সেই দিকে কারিগরি দক্ষতা কাজে লাগিয়ে কোন ব্যবসা শুরু করতে পারলে নিঃসন্দেহে সবচেয়ে ভালো হবে। এতে পুজি কম লাগবে, ঝুঁকি কম থাকবে এবং সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।

আরও জানুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো