en

ভারত শাসন আইন কখন এবং কেন প্রবর্তন করা হয়?

উত্তর(১):- ৩৫ এর ভারত শাসন আইন ছিল ব্রিটিশ সরকারের পরাধীন ভারতের শেষ সংবিধান। এই আইনের ফলে বাংলা তথা সমগ্র ভারতে নির্বাচনের আয়োজন করা হল। উক্ত নির্বাচনে শেরে বাংলা এ কে ফজলুল হক অভিবক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। ভারত শাসন আইনের অন্যতম বিষয় সমূহ ছিল-

 এর মাধ্যমে ভারতীয় প্রদেশকে স্বায়ত্তশাসন প্রধান করল
 ১৯১৯ সালের ভারত শাসন আইন রহিত করা হল
 সমস্ত ভারতীয় প্রদেশগুলো ভারতীয় ফেডারেশনের জন্য যোগ দিল
 প্রথমবারের মতো সরাসরি নির্বাচনের আয়োজন করা হল
 নাগরিকদের ভোটের অধিকার বৃদ্ধি করা হল
 সিন্ধ বোম্বে থেকে, উড়িষ্যা বিহার থেকে এবং বার্মা ভারত থেকে আলাদা করা হল

আরও জানুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো