en

কুস্তি খেলার নিয়ম কি?

উত্তর(১):- দুই পক্ষের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। একজন কুস্তিগীর, একটি দল অথবা কয়েকজন কুস্তিগীর মিলে একটি পক্ষ তৈরি হয়। সকল প্রকারের খেলাতেই শুধুমাত্র একজন অথবা এক পক্ষ বিজয়ী হয়। খেলায় একজন রেফারী থাকে যে খেলা পরিচালনা করে। জয়ের জন্য প্রতিপক্ষের পতন ঘটাতে হয়। সাধারণত যেসব অবস্থায় পতন হয় সেগুলো হল:
১. প্রতিপক্ষের কাঁধ তিন সেকেন্ড অবধি মেঝেতে ছুয়ে থাকলে এবং রেফারী তা গণনা করলে
২. প্রতিপক্ষ পরাস্ত হলে
৩. প্রতিপক্ষ পরাজয় স্বীকার করে নিলে
৪. কোন কারণে প্রতিপক্ষ খেলা থেকে বহিস্কৃত হলে অথবা
৫. প্রতিপক্ষ কুস্তি-মঞ্চের বাইরে বেশিক্ষণ থাকলে (কাউন্টআউট)

আরও জানুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো