en

ভয়েস ব্যান্ড কি এবং কিভাবে কাজ করে?

উত্তর(১):- ভয়েস ব্যান্ড
এই ব্যান্ডের ট্রান্সমিশন হার 9600 bps পর্যন্ত হয়ে থাকে। এটি ল্যান্ড টেলিফোনে বেশি ব্যবহার করা হয়। তবে কম্পিউটার ডাটা কমিউনিকেশনে কম্পিউটার থেকে প্রিন্টারে ডাটা স্থানান্তরের ক্ষেত্রে অথবা কার্ড রিডার থেকে কম্পিউটারে ডাটা স্থানান্তরে এই ব্যান্ড ব্যবহূত হয়। এই ব্যান্ডকে অনেক সময় মিডিয়াম ব্যান্ড বলা হয়।

উত্তর(২):- কম্পিউটার ডেটা কমিউনিকেশনে কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে এবং কার্ড রিডার থেকে কম্পিউটারে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ভয়েস ব্যান্ড ব্যবহার করা হয়।

আরও জানুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো