en

বাড়িতে কিভাবে মাছ চাষ করা যায়?

উত্তর(১):- বাড়িতে আরএ এস অথবা একুয়াপনিক্স পদ্ধতিতে মাছ চাষ করতে পারেন। একুয়াপনিক্স পদ্ধতিতে গাছ এবং মাছের সমন্বিত চাষ করা যায়। এক্ষেত্রে মাছের তৈরি ক্ষতিকর এমুনিয়া গাছের খাদ্য হিসেবে ব্যবহার করা হয় ফলে গাছের বৃদ্ধি ভাল হয়। আর এ এস পদ্ধতিতে কৃত্রিম পদ্ধতিতে একই পানি বার বার শোধন করে ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে মাছের উৎপাদনের পরিমান ভাল হয়।

আরও জানুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো